ভারতকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ভারতকে হারিয়ে আবারো রেকর্ড করলো পাকিস্তান ।
Pakistan win beside India |
আগস্ট ২০২২ সালে এশিয়া কাপ শুরু হয় প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে যায় পরে হংকং এর সাথে ম্যাচ জিতে সেমিফাইনালে ফিরে আসে পাকিস্তান । এবং এই সেমি তে ভারতের সাথে আবার দেখা পাকিস্তানের । প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে পাকিস্তান অনেক পিছিয়ে পরে পাকিস্তান । তাই এই ম্যাচ না জিততে পারলে এশিয়া কাপের আসর থেকে পাকিস্তানকে বিদায় নিতে হতো কিন্তু পাকিস্তান সেই বিদায় নিতে চাই নি তাই টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাবর আজমের দল । ২০ ওভারে ভারত করে ১৮১ রান ১৮২ রানের টার্গেট দেয় পাকিস্তানকে । বিরাট কোহলি করেন ৬০ রান ।
১৮২ রানের টার্গেটে পাকিস্তান মাঠে নামে শুরুটা ভালো করতে পারি নি পাকিস্তান । প্রথম ৬ ওভারে করে ৪৪ রান সাথে পরে ১ উইকেট ( বাবর আজম ) এই খেলাটা ধরে রাখেন মোহাম্মদ রেজুওয়ান ৫১ বল খেলে করেন ৭১ রান এবং মোহাম্মদ নওয়াজ করেন ৪২ রান । একদম শেষ মুহূর্তে রানের খাতাটা কমে আসে কিন্তু হার না পাকিস্তান ক্রিকেটাররা হাল ছাড়েন নি । শেষ ওভারে খেলা জমে ওঠে অনেক এবং শেষ ওভারে এক উইকেট পরে যায় পাকিস্তানের জেতার জন্য লাগে ২ বলে ২ রান এবং সেই আতংক মুহূর্তে এক বলে ২ রান নিয়ে দলে আরো একটি জয় এনে দেন ইফতেখার আহমেদ ।
Celebrate Pakistan Team |
এখন এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান অনেক শুভ কামনা পাকিস্তান ক্রিকেট দলের জন্য ।