Babar Azam Captain in Pakistan ? Babar Azam Lifestyle - বাবর আজমের জীবনের গল্প

বাবর আজম ২০০৭ সালে ক্রিকেট মাঠের বাহিরে থেকে বল তুলে ছিলেন আজকে তিনি বিশ্বসেরা ক্রিকেটার 

Babar Azam 


বাবর আজম ১৫ অক্টোবর ১৯৯৪ সালে পাকিস্তানের লাহোরে একটি মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করে । তাঁর বাবার নাম আজম সিদ্দিকী । বাবর আজম ছোট থেকেই অনেক শান্ত ছিলেন এবং তিনি একটা সুন্দর পরিবেশ থেকে উঠে আসেন । 

বাবর আজমের ক্রিকেটে আসার কাহিনী 

ক্রিকেট পাড়ায় আসার গল্পটা এত সহজ ছিল না বাবরের । অনেক কষ্ট আর চেষ্টার পর ক্রিকেট পাড়ায় আসেন বাবর আজম । 

Number One Batsman 


বর্তমানে বিশ্বের ১ নাম্বার ব্যাটসম্যান এই বাবর আজম 

বাবর আজম বর্তমান অধিনায়ক পাকিস্তান জাতীয় দলের

বাবর আজম ১৫ বছর বয়সে ২০১০ সালে পাকিস্তানের অনুর্ধ্ব উনিশ দলে জায়গা পান । অনুর্ধ্ব ১৯ দলে ২০১২ সালে বাবর আজম নেতৃত্ব দেন এবং অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে ফাইনালে নিয়ে যায় । আর এই ফাইনাল ম্যাচটি হয় ভারতের সাথে ম্যাচটি যদিও পাকিস্তান হেরে যায় কিন্তু সেই ম্যাচে বাবর আজম ছিলেন সেরা খেলোয়াড় । এছাড়া ২০০৯ সালে বাংলাদেশ শ্রীলংকা ও পাকিস্তান নিয়ে ত্রিদেশীয় সিরিজ হয় সেই সিরিজের সর্ব্বোচ্চ রানধারী ব্যাটসম্যান ছিলেন বাবর আজম । আর অনুর্ধ্ব ১৯ দলে সেরা পারফরম্যান্স দেখানোর ফলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে জায়গা পান তিনি প্রথম ক্রিকেট ম্যাচে অভিষেক হন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে । আর এখান থেকেই তাঁর পথচলা শুরু এর পর আর তাকে পিছনে ফিরে থাকতে হয়নি । এবং তিনি তার প্রথম ৭০ ম্যাচে ৩০০০ রান করেন । আর এই ৭০ ম্যাচে তার শতক ছিল ৭ টি । ২০১৬ সালে উইন্ডিজ এর বিপক্ষে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় । বাবর আজম টি টুয়েন্টি যে রান করেছেন তা অবাক করার মতো কারন ৩০ ম্যাচ খেলে করেছেন ১৩০০ রান । 

Great Cricketer


বাবর আজম একজন বিশ্বসেরা ব্যাটসম্যান শুভ কামনা রইলো ভাই ।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন