বাবর আজম ২০০৭ সালে ক্রিকেট মাঠের বাহিরে থেকে বল তুলে ছিলেন আজকে তিনি বিশ্বসেরা ক্রিকেটার
Babar Azam |
বাবর আজম ১৫ অক্টোবর ১৯৯৪ সালে পাকিস্তানের লাহোরে একটি মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করে । তাঁর বাবার নাম আজম সিদ্দিকী । বাবর আজম ছোট থেকেই অনেক শান্ত ছিলেন এবং তিনি একটা সুন্দর পরিবেশ থেকে উঠে আসেন ।
বাবর আজমের ক্রিকেটে আসার কাহিনী
ক্রিকেট পাড়ায় আসার গল্পটা এত সহজ ছিল না বাবরের । অনেক কষ্ট আর চেষ্টার পর ক্রিকেট পাড়ায় আসেন বাবর আজম ।
Number One Batsman |
বর্তমানে বিশ্বের ১ নাম্বার ব্যাটসম্যান এই বাবর আজম
বাবর আজম বর্তমান অধিনায়ক পাকিস্তান জাতীয় দলের
বাবর আজম ১৫ বছর বয়সে ২০১০ সালে পাকিস্তানের অনুর্ধ্ব উনিশ দলে জায়গা পান । অনুর্ধ্ব ১৯ দলে ২০১২ সালে বাবর আজম নেতৃত্ব দেন এবং অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে ফাইনালে নিয়ে যায় । আর এই ফাইনাল ম্যাচটি হয় ভারতের সাথে ম্যাচটি যদিও পাকিস্তান হেরে যায় কিন্তু সেই ম্যাচে বাবর আজম ছিলেন সেরা খেলোয়াড় । এছাড়া ২০০৯ সালে বাংলাদেশ শ্রীলংকা ও পাকিস্তান নিয়ে ত্রিদেশীয় সিরিজ হয় সেই সিরিজের সর্ব্বোচ্চ রানধারী ব্যাটসম্যান ছিলেন বাবর আজম । আর অনুর্ধ্ব ১৯ দলে সেরা পারফরম্যান্স দেখানোর ফলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে জায়গা পান তিনি প্রথম ক্রিকেট ম্যাচে অভিষেক হন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে । আর এখান থেকেই তাঁর পথচলা শুরু এর পর আর তাকে পিছনে ফিরে থাকতে হয়নি । এবং তিনি তার প্রথম ৭০ ম্যাচে ৩০০০ রান করেন । আর এই ৭০ ম্যাচে তার শতক ছিল ৭ টি । ২০১৬ সালে উইন্ডিজ এর বিপক্ষে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় । বাবর আজম টি টুয়েন্টি যে রান করেছেন তা অবাক করার মতো কারন ৩০ ম্যাচ খেলে করেছেন ১৩০০ রান ।
Great Cricketer |
বাবর আজম একজন বিশ্বসেরা ব্যাটসম্যান শুভ কামনা রইলো ভাই ।